আবু সাইদ কাকন।। রৌমারী থানা পুলিশ নতুন একই সিরিজের গ্রামীণ সিমের নম্বর পেলেন। ২৮ সেপ্টেম্বর এই নম্বর হাতে পেয়েছেন রাজশাহী জেলা পুলিশ।
পহেলা অক্টোবর থেকে এই সকল নম্বর কার্যকর হবে বলেও জানিয়েছেন রৌমারী থানা পুলিশ । ইতিমধ্যে নতুন মোবাইল
ছবি। নতুন সিরিজের নম্বর।
নম্বর গুলো ইউনিটের প্রতিনিধির মাঝে বিতরণ করেন অফিসার ইনর্চাজ রৌমারী থানা। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ পরিদর্শক(তদন্ত) মোন্তাছির বিল্লাহ।
জনগণের সুবিধার্থে নতুন ফোন নাম্বারগুলো প্রচারের ব্যবস্থাও নিয়েছে রৌমারী থানা পুলিশ।
জনগণের মাঝে সেবা পৌছে দিতে বিট পুলিশিং কার্যক্রম চালু করা হয়েছে।
রৌমারী, কুড়িগ্রাম থেকে।