1. admin@chunarughat24.com : admin :
একলা চলতে হয়। নচিকেতার গীত ও সঙ্গীত
বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :

একলা চলতে হয়। নচিকেতার গীত ও সঙ্গীত

চুনারুঘাট
  • সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ২৬০ বার পঠিত
একলা চলতে হয়। নচিকেতার গীত ও সঙ্গীত

তবেই নাকি একলা চলতে হয়!

যদি তোর ডাক শুনে কেউ না আসে,
তবেই নাকি একলা চলতে হয়!

একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ চিতায়
একলা পুরুষ কর্তব্যে, একলা পুরুষ পিতায়
আর মধ্যিখানের বাকিটা সময়
একলা না থাকার অভিনয়
যদি তোর ডাক শুনে কেউ না আসে,
তবেই নাকি একলা চলতে হয়!

এক পায়েতে দাড়িয়ে তাল গাছটাও একা
দিনের শেষে ঘুমের দেশে একলা সে দেশ দেখা
যদি কেউ কথা না কয়
ওরে ও রে ও অভাগা কেউ কথা না কয়
তাতেও কিছু যায় না এসে,
তাতেও কিছু যায় না এসে বোঝে যদি তোর মনেরই কথা
মনের কথা বোঝাবারে একলা বলতে হয়।

যদি তোর ডাক শুনে কেউ না আসে,
তবেই নাকি একলা চলতে হয়!

একলা তুমি ভাবাদর্শে, একলা চিন্তায়
তোমার ভাবনা সূর্য হয়ে ডুববে যে সন্ধ্যায়
যদি সবাই ফিরে যায়
ওরে ও রে ও অভাগা সবাই ফিরে যায়
ফিরবে না যে জানবি সে তোর,
ফিরবে না যে জানবি সে তোর ভাবনার মোড়কে আছে ডুবে
ছিড়বে মোড়ক ফিরবে সে তার অপনও কুলায়।

যদি তোর ডাক শুনে কেউ না আসে,
তবেই নাকি একলা চলতে হয়!
একলা মানুষ মাতৃগর্ভে, একলা মানুষ চিতায়
একলা পুরুষ কর্তব্যে, একলা পুরুষ পিতায়
আর মধ্যিখানের বাকিটা সময়
একলা না থাকার অভিনয়
যদি তোর ডাক শুনে কেউ না আসে,
তবেই নাকি একলা চলতে হয়!

কথা ও সুরঃ নচিকেতা চক্রবর্তী।

অডিওঃ সংগ্রহ। ভিডিওঃ চুনারুঘাট।Facebook Comments
এ জাতীয় আরো খবর

ফেসবুকে আমরা

স্বত্ব সংরক্ষিত © 2020-2021 চুনারুঘাট
কারিগরি Chunarughat
Don`t copy text!