শুহিনুর খাদেম।। কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে গুলিবিদ্ধ হয়ে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন বলে সংবাদ পাওয়া গেছে।
আজ ৪ অক্টোবর, রবিবার সকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন—ইমাম শরীফ (৩৩) ও শামসুল আলম (৪৫)।
এ বিষয়ে ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হাফেজ জালাল আহমদ জানান, সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।
এসময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের ক্যাম্পের ভেতরেই বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।
এ সংবাদের সত্যতা নিশ্চিত করে উখিয়া থানার ওসি (তদন্ত) গাজী সালাউদ্দিন জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের পাঠানো হয়েছে।
সুত্র। অনলাইন।