আবু সাইদ।। রৌমারীতে ১৫০০ পিস ইয়াবাসহ রহিজ উদ্দিন নামের (৬৫) এক বৃদ্ধকে আটক করেছে রৌমারী থানা পুলিশ। রবিবার সন্ধ্যায় রৌমারী বাসস্ট্যান্ডের টিকিট কাউন্টারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রহিজ উদ্দিনের বাড়ি উপজেলার চরবোয়ালমারী গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশ শাওন ক্লাসিক টিকিট কাউন্টার থেকে আটক করে।
রৌমারী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) তুহিন ও পরিদর্শক (তদন্ত) মোন্তাছির বিল্লাহ্ নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পরিদর্শক (তদন্ত) মোন্তাছির বিল্লাহ্ জানান, রহিজ উদ্দিন দীর্ঘদিন ধরেই শ্রমিক বেশ ধরে কৌশলে ইয়াবা ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলো।
অবৈধ মাদক ব্যবসায়ী এবং পৃষ্ঠপোষকদের জন্য অশনিসংকেত, হয় মাদক ব্যবসা বাদ দিন, না হলে রৌমারী থানা এলাকা ছেড়ে চলে যান।
রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান ইনাম বলেন, ‘আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। মামলার পর সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়।
রৌমারী, কুড়িগ্রাম থেকে।