চুনারুঘাট।। বিশ্বকাপ বাছাইপর্বে জয় দিয়েই নিজেদের খেলা শুরু করেছে আর্জেন্টিনা। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে লিওনেল মেসির পেনাল্টি গোলে ইকুয়েডরকে পরাজিত করে আর্জেন্টিনা। এতে করে ২০২২ সালের বিশ্বকাপের পথে শুভযাত্রা শুরু করলো মেসি- আর্জেন্টিনার দল। এবারের বিশ্বকাপ কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
৯ অক্টোবর, শুক্রবার বাংলাদেশ সময় ভোরে ইকুয়েডর ও আর্জেন্টিনার মধ্যেকার বাছাইপর্বের এই ম্যাচটি শুরু হয়। ম্যাচে ইকুয়েডরকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। ম্যাচের শুরুর দিকে এই গোলটি করেন আর্জেন্টিনা দলের অধিনায়ক মেসি।
বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে এই ম্যাচের অনুষ্ঠিত হয়। খেলার শুরুর ১৩তম মিনিটে পেনাল্টি পেয়ে যায় আর্জেন্টিনা। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে একমাত্র গোলটি করেন মেসি। এটি জাতীয় দলের জার্সিতে মেসির ৭১তম গোল। এরপর পুরো ম্যাচে উভয় দলই আর কোনো গোলের দেখা পায়নি।
সুত্র। অনলাইন।