1. admin@chunarughat24.com : admin :
আসছে ঘূর্ণিঝড় 'গতি'
বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :

আসছে ঘূর্ণিঝড় ‘গতি’

চুনারুঘাট
  • সময় : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২৬৮ বার পঠিত

চুনারুঘাট।। ঘূর্ণিঝড়ের নাম ‘গতি’। আম্পান ও নিসর্গের পর আসছে এই নামের আরেকটি ঘূর্ণিঝড়। আগামী ১২ অক্টোবর, সোমবার ভারতের অন্ধপ্রদেশের উপকূলে আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়। এছাড়াও পশ্চিমবঙ্গেও আছড়ে পড়বে এটি। আর গতিপথ বদল করলে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলেও আঘাত হানতে পারে এই ঘূর্ণিঝড়।

ঘূর্ণিঝড়ের ফলে হতে পারে ভারী বৃষ্টিপাত। এই নিম্নচাপ আন্দামান সাগর থেকে এখন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। সম্প্রতি ভারতের আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দেয়। এমন খবর প্রকাশ করেছে ভারতবার্তা।

ভারতের আবহাওয়া অধিদপ্তরের সুত্র দিয়ে ওই খবরে বলা হয়, দুর্গাপুজার আগেই পশ্চিমবঙ্গে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘গতি’। এছাড়াও আগামী সোমবার সকালে তা আরো শক্তিশালী রূপ নিয়ে অন্ধপ্রদেশ উপকূল দিয়ে রাজ্যটিতে প্রবেশ করবে। এর ফলে ঘণ্টায় ৬৫ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

এই নিম্নচাপটি এখন আন্দামান সাগর থেকে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। শক্তি সঞ্চয় করে এটি উত্তর উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলেও জানায় দেশটির আবহাওয়া অফিস।

তবে এখন পর্যন্ত বাংলাদেশের পক্ষ থেকে ঘূর্ণিঝড় ‘গতি’র বিষয়ে কোনো প্রকার তথ্য বা সতর্কবার্তা জানানো হয়নি।

সুত্র। অনলাইন।

Facebook Comments
এ জাতীয় আরো খবর

ফেসবুকে আমরা

স্বত্ব সংরক্ষিত © 2020-2021 চুনারুঘাট
কারিগরি Chunarughat
Don`t copy text!