রিমন মুক্তাদির।। আবারো লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চারজন ব্যক্তির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়াও তিন শিশুসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন বলেও জানা যায়। একটি ভবনের ভেতরে জ্বালানি ট্যাংকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের পরপর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লেবাননের রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল লেবানিজ রেড ক্রস’র সুত্র দিয়ে এমন খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ফায়ার সার্ভিসের কর্মীরা ভ্রাম্যমাণ মই দিয়ে বিস্ফোরণ ঘটা ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছেন। এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। বিস্ফোরণে আহতদের উদ্ধার করে সাথে সাথেই হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে, গত ৪ আগস্ট বৈরুত বন্দরে একটি রাসায়নিকের গুদামে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছিলে। সেই বিস্ফোরণে অন্তত ২০০ মানুষ নিহত হয়, আর ছয় হাজারের বেশি মানুষ আহত হন। এছাড়াও গত মাসেও শহরটিতে একাধিকবার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
সুত্র। অনলাইন।