শুহিনুর খাদেম।। শেষ পর্যন্ত বিশ্বকাপ বাছাই ম্যাচে প্রতিপক্ষের বিরুদ্ধে জয় নিয়েই মাঠ ছেড়েছে লাতিন আমেরিকান ফুটবল দানব ব্রাজিল ও আর্জেন্টিনা। পেরুর বিপক্ষে দুইবার পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে ৪-২ গোলে জয় পেয়েছে ব্রাজিল।
অন্যদিকে বলিভিয়ার বিপক্ষেও শুরুতে গোল খেয়ে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।
আজ বুধবার (১৪ অক্টোবর), লিমায় অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক পেরুর বিপক্ষে জয়ের ম্যাচে জয় পেয়েছেন ব্রাজিলীয় তারকা নেইমার। যদিও ম্যাচ শুরুর ষষ্ঠ মিনিটেই আন্দ্রে ক্যারিয়োর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ২৮ মিনিটে পেনাল্টি থেকে করা নিজের প্রথম গোলে ম্যাচে সমতা আনেন নেইমার।
ম্যাচের ৫৯ মিনিটে ফের রেনাতো তাপিয়ার গোলে এগিয়ে যায় পেরু। ৬৪ মিনিটে ফের সেলেকাওদের সমতায় ফেরান রিচার্লিসন। ৮৩ মিনিটে আবারো পেনাল্টি থেকে গোল করেন নেইমার। বর্ধিত সময়ের চতুর্থ মিনিটে নিজের হ্যাট্রিক পূর্ণ করেন তিনি।
এদিকে ব্রাজিলের চেয়েও কঠিন ম্যাচে স্বাগিতক বলিভিয়ার মুখোমুখি হয় আর্জেন্টিনা। দেশটির রাজধানী লা পাজে খেলা যে কোনো অতিথি দলের জন্য কষ্টকর। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ হাজার ফিট ওপরে খেলা খুবই কঠিন।
যেন ঘোর শঙ্কাই ভর করেছিল আর্জেন্টাইনদের মনে। ম্যাচের ২৪ মিনিটে মার্সেলো মার্তিনেজের গোলে এগিয়ে যায় স্বাগতিক বলিভিয়া। তবে গোল হজমের পর ঘুরে দাঁড়ায় আলবিসেলেস্তেরা। বিরতির ঠিক আগে গোলের দেখা পায় আর্জেন্টিনা। বল ক্লিয়ার করতে গিয়ে বলিভিয়ার হোসে কারাসকোর শট লতারো মার্তিনেজের পায়ে লেগে হয়ে যায় গোল, এবং ম্যাচে ফিরে সমতা।
বিরতির পর বেশ কয়েকবার ম্যাচের দখল নেয়ার চেষ্টা চালায় মেসির আর্জেন্টিনা দল। ৭৪ মিনিটে লিওনেল মেসির দুর্দান্ত পাসে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন লতারো মার্তিনেজ। তবে এর মিনিট চারেক পরই বলিভিয়ার ডিফেন্ডারের ভুলে বল চলে আসে মেসির পায়ে। তারপর দারুণ সহযোগিতা করে বদলি হিসেবে নামা কোরেয়ার কাছে বল দেন মার্তিনেজ। তার বুলেট শটে ৭৯ মিনিটের গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
অনলাইন।