এ-ই সেই পরিত্যক্ত নগরী
যেখানে ভালবাসা নেই,
আছে অনাগত সন্তানের
ছড়িয়ে ছিটিয়ে থাকা মানব ভ্রুণ।
এ-ই সেই বিচ্ছেদের শহর
যেখানে মায়া-মমতা নেই,
আছে নিয়ন বাতির আলোয়
মুখোশ পড়া তরুণীর জীবন পণ।
এ-ই সেই অভিমানের গ্রাম
যেখানে আলো নেই,
আছে অন্ধকারে পড়ে থাকা
নববধূর অপ্রত্যাশিত অনশন।
এ-ই সেই সুগন্ধবিহীন বাগান
যেখানে প্রজাপতি-ভ্রমর নেই,
আছে পুজিবাদের চাপে পিষ্ট
সুবাতাস ছড়ানো ফুলের আত্মবিসর্জন।
লেখক। মি. কমরেড
শিক্ষক। ইংরেজি মাধ্যম স্কুল।
ছাতক, সুনামগঞ্জ।