খুলেই দেখো; তোমার বাড়ির জানালায়,
বাতাবিলেবু ফুটেছে, অপরূপ চাপা গন্ধ
পাওনি তুমি; দেখনি, ইন্দ্রিয় পথ কি বন্ধ?
চাঁদনী রাতে কাছে টানে তো আমায়।
জানি তুমি তো খুলবে না বাতায়ন,
তব পানে তাকিয়ে থাকি তবু,
ভুলে যদিও হঠাৎ খোল কভু,
দেখবে অপলক তাকিয়েই তখন।
মনে পড়ে,তুমি বলেছিলে, বল নি তুমি?
“দেখতে চাইলে আমায় এসো ঘাসভূমি।”
সকাল বিকাল দিন কিংবা রাতে
মন পড়ে থাকে ঐ বাতায়ন ছাদে।
ভুলে গেছ তুমি বন্ধু, আমি ভুলি নাই,
মন বাতায়নে প্রত্যহ তোমায় দেখতে পাই।
লেখক। মোঃ তৌহিদ বিন সুলতান
ব্যাপারী বাজার, চিলমারী, কুড়িগ্রাম।