মোঃ খাজা নিজাম উদ্দিন।। করোনা মহামারীর কারণে এইচএসসি পরীক্ষা বাতিল ঘোষণা করা হয়েছে। পরীক্ষা না হওয়ায় শিক্ষার্থীদের ফরম পূরণের আংশিক টাকা ফেরত দেয়া হবে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যার পর শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক গণমাধ্যকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, করোনার কারণে এবার এইচএসসি পরীক্ষা যেহেতু হচ্ছে না, তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি শিক্ষার্থীদের কিছু টাকা ফেরত দেবো। তিনি আরো বলেন যে, পরীক্ষার খাতে টাকা খরচ হয়নি, সেসব টাকা ফেরত দেওয়া হবে। তবে কত টাকা ফেরত পাবে শিক্ষার্থীরা তা জানতে চাইলে তিনি বলেন, ‘এখনো হিসাব করা হয়নি।’
প্রসঙ্গত, করোনার কারণে পরীক্ষার বাতিলে ঘোষণা দেয়ার পর শিক্ষার্থী-অভিভাবকদের অনেকেই ফরম পূরণের টাকা ফেরত দেওয়ার দাবি তুলেন।যার কারণে খরচের অবশিষ্ট টাকা ফেরতের সিদ্ধান্ত নেওয়া হয়।