1. admin@chunarughat24.com : admin :
রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :

প্রেমময়তা। আকবার ইবনে আব্দুল আজিজের কবিতা

আকবার ইবনে আব্দুল আজিজ
  • সময় : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৭৭ বার পঠিত

প্রেমময়তা

প্রেমময় একটা কবিতা পড়লে
কবিতার চরিত্র প্রেমিকা তুমি কাল্পনিকা।
ইতিহাসের পাতার কোন রূপসী নন্দিনীর গল্প শুনলে সেটা তুমিই বটে।
ভাবনাতে যখনি আমার সুচিত্রা সেন সেখানেও তুমি
বনলতার কথা শুনলে তোমার মুখটাই ভেসে উঠে।
তুমিই তো মোর বনলতা।

প্রিয় গানের বিশেষ অনুভূতির উপস্থাপনার উপস্থিত তুমি
প্রিয় কবিতার প্রিয় লাইন তুমি, গদ্যের অন্তমিল তুমি, পদ্যের ছন্দ তুমি, গীতিকবিতার সুর আমার।
স্বচ্ছ নীল জলরাশিতে নিজের ছায়ার পাশে যাকে দেখি সেটা তুমিই বটে।
আসামের পাহাড়ের চুড়ায় যাকে হাত ধরে উঠাচ্ছি, সেও তো তুমি।

রাতের আধারে যখন জোৎস্না আসে,
আমি তো তোমাকেই দেখি।
জোৎস্না তা তো দেখে লোকে, জোছনা মোর তুমি ।
পূনির্মা বলতে আমি তোমাকেই জানি
চন্দ্রকে তুমি ভেবে প্রেমের গল্প শুনাই
আমার অমাবস্যা তোমার অনুপস্থিতি, তুমি পাশে না থাকলে ঘোর আধারে ঢেকে যায় পুরো আসমান।

তোমার দখলদারীত্ব কতটুকু জানো?
সীমানাবিহীন আসমান যমিন তর
পা রাখেনি কেউ সেই সীমানায়
এটা একান্তই তোমার সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের সম্রাজ্ঞী তুমি।
তুমি তো রানী বিলাসমণি।

তোমাকে পাবার সাধ থাকলেও সাধ্য যে আমার নেই।
আমি তোমাকে ভুলতে চাই
তুমি তো রানী বিলাসমণি।
আমি তো জীর্নশীর্ণ এক অপূর্ণ প্রেমিক, বসন্তে মাতাল।
মাতাল প্রেমিক, প্রতিরাতে নেশার ঘোরে তোমাকে ছুঁতে যাই।ডুব শারাবী হয়ে তোমাকে ভুলতে যাই।
আমি ভুলে গেছি যেভাবে আমার শৈশবকে
আমি সেভাবে ভুলে যেতে চাই তোমাকে।

হাজারো বর্ণিল স্বপ্ন মুছে ফেলেছি
তোমার অস্তিত্বও মুছে ফেলতে চাই।
আয়োজন করে ভুলা হবে না তোমাকে।
বিনা আয়োজনে ভুলে গেছি যেভাবে শামুক কুড়ানো শৈশবকে, ঠিক আজ তেমনি বিনা আয়োজনে ভুলতে চাই তোমায়।
তখন তুমি আর আসবে না কবিতায়, ছন্দে, দ্বিধা- দ্বন্দে।
হাসবে না গানে
ভাসবে না মনে।

ভুলে যাওয়া তো মানব সৃষ্টির রক্তে মিশে আছে।
রুহ জগতে ওয়াদা করে সৃষ্ট মানব।
হে মহান প্রভু আমরা ভুলবো না আপনাকে।
স্রষ্টাকে ভুলে যায় মানব।
সৃষ্টিকে ভুলবে না কেনো?

কবি। আকবার ইবনে আব্দুল আজিজ

বাহরাইন প্রবাসী।

Facebook Comments
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

স্বত্ব সংরক্ষিত © 2020 চুনারুঘাট
কারিগরি Chunarughat
Don`t copy text!