রিমন মুক্তাদির।। নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে চলমান যুদ্ধে প্রায় পাঁচ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার (২৩ অক্টোবর) মস্কোয় এক বক্তব্যে তিনি এই কথা বলেন।
বিতর্কিত অঞ্চলটিকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে গত প্রায় এক মাস ধরে এই সংঘর্ষ চলছে। বিবিসি’র সুত্র দিয়ে এমন খবর প্রকাশ করেছে পার্সটুডে।
ভ্লাদিমির পুতিন বলেন, এই সংঘর্ষে বহু মানুষ নিহত হয়েছেন। প্রতিটি দেশের দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতের এই সংখ্যা পাঁচ হাজারের কাছাকাছি।
তিনি আরো বলেন, তিনি প্রতিদিন কয়েকবার দু’দেশের সঙ্গে সংঘাত বন্ধের উপায় নিয়ে আলোচনা করছেন। এই সংঘর্ষে কোনো একটি দেশকে রাশিয়া সমর্থন দেবে না বলেও উল্লেখ করেন তিনি।
তবে এই যুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়া এ পর্যন্ত যেসব তথ্য জানিয়েছে তার চেয়ে পুতিনের ঘোষিত সংখ্যা অনেক বেশি।
নাগরনো-কারাবাখ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ জানায়, এই সংঘর্ষে তাদের ৮৭৪ জন সেনা ও ৩৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
এদিকে আজারবাইজান জানায়, এই সংঘর্ষে তাদের পক্ষের ৬১ জন বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। তবে বাকু তাদের নিহত সেনা সংখ্যা ঘোষণা করেনি।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর থেকে নাগারনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ পর্যন্ত দুই বার যুদ্ধবিরতিতে সম্মত হলেও স্বল্প সময়ের ব্যবধানে তা ভেঙে দেয় দেশ দুটি।
অনলাইন।