পঙ্কজ কুমার দাস।। হবিগঞ্জ জেলার আজমিরিগঞ্জ উপজেলায় “স্বপ্ন নিয়ে মানবতার কল্যাণে”র উদ্যোগে বস্ত্র বিতরণ করা হয়। আর্তমানবতার সেবায় এগিয়ে আসা মানবিক সংগঠনটি শ্রী শ্রী শারদীয় দুর্গোৎসব ২০২০উপলক্ষে হতদরিদ্রদের মাঝে বস্ত্র বিতরণ করে। রবিবার (২৫ অক্টোবর), পাহাড়পুর রামকৃষ্ণ মিশন ও সেবাশ্রমে বিভিন্ন গ্রামের হতদরিদ্র লোকদের মাঝে লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হয়।
এসময় উক্ত সংগঠনের সভাপতি বাবু সুজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক বাবু রামেন্দ্র চন্দ্র দাস, সহ-সম্পাদক বাবু রামপ্রসাদ দাস এবং সংগঠনের সদস্যবৃন্দ ও পাহাড়পুর রামকৃষ্ণ মিশনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ রামকৃষ্ণ মিশন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং সেবায়েত বাবু অজয় চক্রবর্তী, বদলপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পংকজ কুমার দাস উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
বস্ত্র বিতরণের পূর্বে সমগ্র মানবজাতির মঙ্গল কামনার্থে বিশেষ প্রার্থনা করা হয়।
হতদরিদ্র লোকদের বস্ত্র প্রদানে বিভিন্ন গ্রামের দানশীল ব্যক্তিদের উক্ত সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে এবং সকলের মঙ্গল কামনা করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন সভাপতি বাবু সুজিত চন্দ্র দাস।