রিমন মুক্তাদির।। সম্প্রতি ‘আপত্তিকর’ কার্টুন প্রকাশ করায় আলোচিত-সমালোচিত ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো’র বিরুদ্ধে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানের পক্ষ থেকে মামলা করা হয়েছে।
গতকাল বুধবার (২৮ অক্টোবর), দেশটির রাজধানীর আঙ্কারার কৌঁসুলি অফিসে মামলাটি দায়ের করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলো এজেন্সি।
মামলায় ওই কার্টুন প্রচারকে ‘অপরাধমূলক কুৎসা’ উল্লেখ করে এটিকে ‘বাকস্বাধীনতার অন্তর্গত নয়’ হিসেবেও উল্লেখ করা হয়েছে।
তুরস্কের ‘প্রেসিডেন্টকে অপমান’ করায় ইতোমধ্যে ফরাসি ম্যাগাজিনটির বিরুদ্ধে তুর্কি কৌঁসুলিরা তদন্ত শুরু করেছেন। তাদের ফৌজদারী আইন অনুযায়ী, দেশটির প্রেসিডেন্টকে অপমান করা অপরাধ হিসেবে বিবেচিত হয়।
প্রসঙ্গত, গত মঙ্গলবার (২৭ অক্টোবর), শার্লি এবদো’র নতুন সংস্করণের প্রচ্ছদে এরদোয়ানের কার্টুন ছাপানো হয়। এমন ব্যঙ্গচিত্রের মাধ্যমে তারা বিদ্বেষ এবং ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে উল্লেখ করে তাৎক্ষণিক এর নিন্দা জানায় তুরস্ক।
প্রেসিডেন্ট এরদোয়ানের শীর্ষ প্রেস উপদেষ্টা ফেহরেত্তিন আলতুন এক টুইট বার্তায় লিখেছেন, ‘সাংস্কৃতিক বর্ণবাদ এবং বিদ্বেষ ছড়িয়ে দেয়ার সবচেয়ে ঘৃণ্য প্রচেষ্টা হিসেবে আমরা এই প্রকাশনার নিন্দা করি।’
সুত্র। অনলাইন।