চুনারুঘাট।। ফ্রান্সে হযরত মুহাম্মদ (সঃ)-কে নিয়ে ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে জুমার নামাজের পর ইসলামী সংগ্রাম পরিষদের উদ্যোগে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজিজুল হক চৌধুরীর সভাপতিত্বে ও এনামুল হক সরদারের সঞ্চালনায় ওই প্রতিবাদ সমাবেশ বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন পরিষদ চুনারুঘাটের সভাপতি কামাল উদ্দিন, হাফেজ আহমেদ সাদি, মাওলানা আশিকুর রহমান, ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, প্রভাষক আব্দুল করিম, শামসুল আলম, আব্দুল কাইয়ুম প্রমুখ।
এর আগে বিক্ষোভ মিছিলটি চুনারুঘাট পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর অনুষ্ঠিত সমাবেশে ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর প্রতীকী ছবিতে জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানানো হয়। একই সঙ্গে সমাবেশ থেকে ফ্রান্সের সকল পণ্য বর্জনের আহ্বানও জানানো হয়।