মিজানুর রহমান রুবেল।। লিওনেল মেসিকে সামলানো কঠিন কাজ বলে মন্তব্য করেছেন স্প্যানিশ ক্লাবের সাবেক কোচ কিকে সেতিয়েন। দলটি থেকে বরখাস্ত হওয়ার প্রায় দুই মাস পর স্পেনের বিশ্বকাপজয়ী কোচ ভিসেন্তে দেল বস্কের সঙ্গে এল পাইসের জন্য দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন সেতিয়েন।
সেতিয়েন বলেন, মেসি সর্বকালের সেরা খেলোয়াড়। ফুটবলে অনেক কিংবদন্তি খেলোয়াড় এসেছেন, কিন্তু মেসির মতো টানা এতো বছর নিজের ফর্ম কেউ ধরে রাখতে পারেননি, যা প্রতিনিয়ত করে দেখাচ্ছে মেসি।
তিনি আরো বলেন, মেসিকে বদলানোর আমি কে? বার্সেলোনা যখন তাকে এভাবেই বছরের পর বছর ধরে মেনে নিয়েছে, সেখানে আমি কেন তাকে বদলানোর চেষ্টা করবো? খেলোয়াড়দের এসব দিক সামলানো অনেক কঠিন। এটা যেকোনো ক্রীড়াবিদের একটি সহজাত বিষয়। আর মেসি অনেক কম কথা বলে, তবে সে যা চায় তা ঠিকই আপনাকে দেখাবে। তাকে সামলানোও কঠিন।
প্রসঙ্গত, মাত্র ছয় মাস বার্সেলোনার হয়ে কোচের দায়িত্ব পালন করতে পেরেছিলেন কিকে সেতিয়েন। শিরোপাশূন্য মৌসুমে বায়ার্ন মিউনিখের কাছে ২-৮ গোলের বড় ব্যবধানে হারের দায়ে, দায়িত্বগ্রহণের মাত্র ছয় মাসের মাথায় দায়িত্ব থেকে বরখাস্ত হন তিনি।
সুত্র। অনলাইন।