চুনারুঘাট।। এ মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) এর নির্বাচন। আসছে ২১ নভেম্বর শনিবার এই নির্বাচনের ভোটাভুটি অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন আব্দুল কাদির সুমন।
ব্যকসের নির্বাচনী প্রচার শুরু হয়েছে গত মাস থেকেই। এ লক্ষ্যে শুরু থেকেই চলছে সুমনের পক্ষে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ। বাজারের পরিচিত মুখ ও সজ্জন হিসেবে পরিচিত হওয়ায় নির্বাচনী লড়াইয়ে এগিয়ে আছেন তিনি।
আজ রবিবার (২ নভেম্বর) সকল পদের মনোনয়ন পত্র বিতরণ হয়েছে। ৩১ সদস্যবিশিষ্ট কমিটির মধ্যে ২২ টি পদে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে সাধারণ সম্পাদক পদে আব্দুল কাদির সুমন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আব্দুল কাদির সুমন জাতীয় শ্রমিক লীগ চুনারুঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী সুমন বলেন, নির্বাচিত হলে চুনারুঘাট বাজারের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সকল ব্যবসায়ী ও ক্রেতার কল্যাণে সমানভাবে কাজ করবেন বলে তিনি সকলের নিকট প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি চুনারুঘাট বাজারের সকলের সহযোগিতা ও দোয়া প্রার্থনা করছেন।
(বিজ্ঞাপন)