শুহিনুর খাদেম।। মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি বা সদস্যের শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক পাস নির্ধারণ করার নির্দেশনা চেয়ে একটি রিট আবেদন করা হয়েছে। এজন্য শিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
মানবাধিকার সংগঠন ‘লিগ্যাল সাপোর্ট অ্যান্ড পিপলস রাইটস ফাউন্ডেশন’ এর পক্ষে সংগঠনের চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের আইনজীবী জহির উদ্দিন লিমন মঙ্গলবার (৩ নভেম্বর), এই রিট আবেদনটি দায়ের করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) এবং উচ্চ ও মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ১৫ দিনের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। এর আগে রেজিস্ট্রি ডাকযোগে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন রিটকারী।
রিট আবেদনে বলা হয়, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক হতে হলে কমপক্ষে স্নাতক ডিগ্রি অর্জন করতে হয়। কেউ কেউ দেশের সর্বোচ্চ ডিগ্রি অর্জন করেও এসব প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। সেই সব শিক্ষকদের পরিচালনার ক্ষেত্রে ম্যানেজিং কমিটির সভাপতির শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা নেই। অথচ ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক ছাড়া প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নয় বলে প্রজ্ঞাপন জারি করা হয়েছে গত বছরের ৬ সেপ্টেম্বর। এ অবস্থায় মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা জরুরি।
প্রসঙ্গত, স্নাতক (পাস) ও অনার্স-মাস্টার্স কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হবার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ডিগ্রি পাস নির্ধারণ করা আছে। অন্যদিকে, হাইকোর্টের রায়ে গ্রাজুয়েট ব্যক্তি ছাড়া (ডিগ্রি পাসের নিচে নয়) ফাজিল (স্নাতক) মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হতে পারবে না।