চুনারুঘাট।। অবশেষে হবিগঞ্জের চুনারুঘাট বাজারে হতে যাচ্ছে ব্যবসায়ী কল্যাণ সমিতি (ব্যকস) এর নির্বাচন। নির্বাচনের বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দিলেন ৬১ জন প্রার্থী। নির্বাচনকে সামনে রেখে গতকাল বুধবার (৪ নভেম্বর) সকাল দশটা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহকারীরা একে একে তাঁদের মনোনয়ন পত্র জমা দেন।
জানা যায়, চুনারুঘাট পৌরসভাস্থ চুনারুঘাট বাজারে বেশ জোরেসোরে চলছে নির্বাচনী কার্যক্রম। ইতোমধ্যে ১৮টি পদে ৬১জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এই সকল প্রার্থীর যাবতীয় তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে প্রতীক বরাদ্দ নিশ্চিত করবে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশন হতে প্রাপ্ত তথ্য মতে, সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেয়া ২ জন হলেন- আব্দুল সালাম তালুকদার ও আতাহার আলী। সহ সভাপতি পদে ৯ জন, সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দেয়া ৩ জন হলেন আজগর আলী, নাজমুল ইসলাম বকুল ও আব্দুল কাদির সুমন।
এছাড়া সহ সাধারণ সম্পাদক পদে ৩ জন, সাংগঠনিক পদে ৪ জন, সহ সাংগঠনিক পদে ৪ জন, কোষাধ্যক্ষ ৩ জন, সহ কোষাধ্যক্ষ ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন, সহঃ দপ্তর সম্পাদক পদে ২ জন, প্রচার সম্পাদক পদে ২ জন, সহপ্রচার সম্পাদক পদে ১ জন, সাহিত্য- সংস্কৃতি সম্পাদক পদে ১ জন, সহ সাহিত্য- সাংস্কৃতিক সম্পাদক পদে ২ জন, সমাজ কল্যাণ সম্পাদক পদে ২ জন, সহ সমাজ কল্যাণ পদে ১ জন, ক্রীড়া সম্পাদক পদে ৪ জন, সহ ক্রীড়া সম্পাদক ২ জনসহ সদস্য পদে ১২ জন মনোনয়নপত্র নির্বাচন কমিশন বোর্ডে জমা দিয়েছেন।
ব্যকস নির্বাচনকে ঘরে ব্যবসায়িক মহলে ব্যাপক আগ্রহ বিরাজ করছে। এতে ভোটার থেকে প্রার্থী সকলেই আনন্দিত। আর নির্বাচনকে স্বচ্ছ ও সফল করতে খুব তোড়জোড় সহকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন।
গতকাল মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) নির্বাচন কমিশন বোর্ড কর্তৃক যাচাই-বাছাই শেষে প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে। উপজেলা ও পুলিশ প্রশাসনের সহায়তা থাকায় নির্বাচন কার্যক্রম পরিচালনা সহজতর হচ্ছে বলে প্রধান নির্বাচন কমিশনার ফারুক উদ্দিন চৌধুরী জানান। ২১ তারিখে শান্তিপূর্ণ ভোটগ্রহনের মাধ্যমে সম্পন্ন হবে ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন।