চুনারুঘাট।। সিলেট বিভাগীয় সাংগঠনিক টিমের নির্দেশনা অনুযায়ী চুনারুঘাট সরকারী কলেজ শাখা ছাত্রদলের নব-গঠিত আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার (৬ নভেম্বর) বিকাল ৫টায় চুনারুঘাট দক্ষিন বাজারে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুনারুঘাট সরকারী কলেজ শাখার আহ্বায়ক আশিক মিয়া ফরহাদ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মহিউদ্দিন নাসিমের পরিচালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন কলেজ শাখার যুগ্ন আহ্বায়ক পারভেজ মিয়া, জুয়েল মিয়া, মতিউর রহমান সোহাগ, ফয়সল আহমেদ রতন ও মোঃ নাঈম আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য ইমন মিয়া, নয়ন মিয়া, ইসতিয়াক আহমেদ মাহিন, মাহমুদুর রহমান জাপ্পি, ইয়াসিন আহমেদ রায়হানসহ কলেজ শাখার নেতৃবৃন্দ।
ছাত্রদলের রাজনীতিতে সাধারণ শিক্ষার্থীদের সম্পৃক্ত করাসহ দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠনের উপর জোর দেওয়া হয়।
এছাড়াও, বিভাগীয় ও কেন্দ্রীয় কর্মসূচির সাথে সমন্বয় করে আগামী দিনের কর্মসূচি পালনে উপস্থিত সকলেই মতামত প্রদান করেন।
প্রেস বিজ্ঞপ্তি।