শুহিনুর খাদেম।। শীতের সময় করোনার প্রকোপ থেকে নিজেদের সুরক্ষিত রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘আমরা যে স্বাস্থ্য নির্দেশনা দিয়েছি সেগুলো মেনে চলতে হবে। ইউরোপের অনেক দেশ কিন্তু লকডাউন ঘোষণা করেছে, আমরা এখনো করোনা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি।’
জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে আজ শনিবার (৭ নভেম্বর), এসব কথা বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেন, ‘ক্ষুদ্র ঋণ বা সুদ নয়, দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র সঞ্চয়ের ব্যবস্থা করেছে সরকার। কারণ আওয়ামী লীগ সরকারের মূল লক্ষ্য দেশ থেকে দারিদ্র্য বিমোচন করা।’ এসময় সমবায় সংশ্লিষ্টদের আন্তরিকতা ও দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘সংবিধানে জাতির পিতা বহুমাত্রিক সমবায়ের কথা বলে গেছেন।’
একা খাবো—এই মানসিকতা পরিহার করে নিজে খাবো, সকলকে নিয়ে খাবো এই মানসিকতা নিয়ে কাজ করার জন্যও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা।
জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকার সমবায়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচনের সঙ্গে সঙ্গে পল্লী উন্নয়নে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘কর্মসংস্থানের জন্য মানুষকে যাতে গ্রামের বাড়ির ভিটেমাটি ছাড়তে না হয়, সরকার সে ব্যবস্থাও করছে।’
সমবায়ে আরো এগিয়ে আসার জন্য নারীদের প্রতিও আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, ‘নারীরা এগিয়ে এলে দুর্নীতি অনেকটা কমে যাবে। পাশাপাশি তাদের পরিবারও অনেক লাভবান হবে।’
সরকারের প্রচেষ্টায় সমবায় সমিতি এবং সমবায়ীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি বাড়ছে বলেও অনুষ্ঠানে জানান প্রধানমন্ত্রী।