চুনারুঘাট।। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে নিষিদ্ধ হতে পারে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এশিয়ান ফুটবল ফেডারেশনের (এএফসি) নীতিমালা অনুযায়ী সুযোগ-সুবিধা না থাকায় এই নিষেধাজ্ঞা আসতে পারে।
গতকাল রবিবার (৭ নভেম্বর), বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলন এমন তথ্য জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
তিনি বলেন, ‘যেখানে (বঙ্গবন্ধু স্টেডিয়াম) খেলছি, যখন-তখন ফিফা-এএফসি এটা বন্ধ করে দিতে পারে। এখন সুসম্পর্কের কারণে আমাদের খেলতে দিচ্ছে। তবে এই বিপদটা রয়েই গেছে।’
দীর্ঘদিন ধরেই স্টেডিয়ামটির সংস্কারের জন্য বাফুফের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে। বিশেষ করে এর ড্রেসিংরুম, মাঠের আউটফিল্ড, গ্যালারি সংস্কার অতি জরুরি হয়ে পড়েছে। কিন্তু নানা অজুহাতে বারবার সংস্কার পিছিয়েছে।
তবে আধুনিক স্টেডিয়াম নির্মাণের প্রচেষ্টা চালাচ্ছেন বলে জানান বাফুফের সভাপতি সালাউদ্দিন। আগের আট বছরে যা পারেননি এবার তা করার নতুন আশা দেখালেন তিনি।
সালাউদ্দিন বলেন, ‘নির্বাচনের পরে আমি এবং আমার কমিটির মিলে আলাপ করেছি যে, আমরা প্রধানমন্ত্রীর কাছে যাবো। আমরা ওনার কাছে ফিফা কমপ্লেক্স একটা স্টেডিয়াম চাইবো। ইতোমধ্যে এ বিষয়ে আমি কয়েক জায়গায় আলাপ করেছি।’