রিমন মুক্তাদির।। করোনা মহামারীর মধ্যেই শুরু হতে যাচ্ছে নতুন বছরের শিক্ষা কার্যক্রম। এতে করে দেশের স্কুলগুলোতে শিক্ষার্থীদের ভর্তির বিষয়টি সামনে এসেছে। এবার দুই পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়ার কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
মূলত অন্যান্য বছরগুলোতে দেশে প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি নেয়া হতো। আর দ্বিতীয় শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত ভর্তি পরীক্ষা নেয়া হতো, যা করোনার কারণে এবার সম্ভব হবে না।
মাউশির প্রস্তাবনার মধ্যে প্রথমটি হলো, প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা। আর আরেকটি হলো, ৯ দিনে ৩৮টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা নেয়া।
যদি ভর্তির দ্বিতীয় সিদ্ধান্ত কার্যকর হয় তবে এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেয়া হবে। শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এখন মাউশির প্রস্তাব নিয়ে কাজ চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে মাউশির উপপরিচালক মো. এনামুল হক হাওলাদার জানান, তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। এখন শিক্ষা মন্ত্রণালয় ঠিক করবে, কীভাবে ভর্তির কাজটি সম্পন্ন করা হবে।
অনলাইন।