শুহিনুর খাদেম।। করোনার (কোভিড-১৯) নেগেটিভ সনদ নিয়ে বিদেশ থেকে দেশে আসলেও পরীক্ষা করাতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। মঙ্গলবার (১৭ নভেম্বর), ফরেন সার্ভিস একাডেমিতে এক মতবিনিময় সভাশেষে উপস্থিত সাংবাদিকদের এই কথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী আবদুল মোমেন বলেন, বিমানবন্দরগুলোতে প্রবাসীদের করোনার পরীক্ষায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। প্রত্যেকেরই টেষ্ট করা হবে। যদি কারো পজিটিভ হয়, তাহলে তাকে আইসোলেশনে পাঠানো হবে। আর কারো রেজাল্ট নেগেটিভ হলে তারা সেলফ আইসোলেশনে যাবেন বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়াও বিভিন্ন দেশে ফ্লাইট বন্ধ বা খোলা হবে কিনা তা করোনা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদের সভাপতিত্বে এই সভায় আরো উপস্থিত ছিলেন- সাবেক শিক্ষামন্ত্রী মো. নুরুল ইসলাম নাহিদ, সংসদ সদস্য মাহমুদ উস সামাদ কয়েস, আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনসহ প্রমুখ।
অনলাইন।