মিজানুর রহমান রুবেল।। বিশ্বকাপ বাছাইপর্বের কাতারের বিপক্ষে ম্যাচ খেলতে দেশ ছেড়েছে ২৫ সদস্যের বাংলাদেশ ফুটবল দল। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কাতারের উদ্দেশ্যে রওয়ানা দেয় দলটি।
হেড কোচ জেমি ডে এবং মনজুরুল রহমান মানিক করোনা পজিটিভ হওয়ায় কাতার যাত্রায় দলের সঙ্গী হতে পারেননি। এছাড়াও ইনজুরির কারণে যেতে পারছেন না স্ট্রাইকার নাবীব নাওয়াজ জীবন।
নেপালের বিপক্ষে দুই ম্যাচের সিরিজের প্রথম ম্যাচের পরই করোনায় আক্রান্ত হন জেমি ডে। প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে খেলে ২-০ গোলে জয় পায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে আর মাঠে যেতে পারেননি বাংলাদেশ কোচ। হোটেলে বসে টিভিতেই বাংলাদেশ দলের খেলা দেখেছেন ডে।
এছাড়া গতকাল বুধবার করোনায় আক্রান্ত হয়েছেন ডিফেন্ডার মনজুরুল রহমান মানিকও। ফলে তাদের ছাড়াই কাতার যেতে হয়েছে বাংলাদেশ দলকে।
কাতারে পৌঁছে তিন দিন কোয়ারেন্টিনে থেকে ২২ নভেম্বর থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ দল। ৪ ডিসেম্বর কাতারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
এর পূর্বে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের। প্রতিপক্ষ কারা তা এখনো চূড়ান্ত না হলেও ম্যাচ দুটি হওয়ার কথা ২৫ ও ২৮ নভেম্বর।