শুহিনুর খাদেম।। রাজধানীতে আলোচিত তাজরীন গার্মেন্টসের অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ‘জিন্দা লাশে’র মিছিল পুলিশি বাধার মুখে পড়েছে। বাধার মুখে তারা হাইকোর্টের সামনের সড়কেই শুয়ে পড়েন।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর), সকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের উদ্দেশ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এর অল্পক্ষণের মধ্যেই হাইকোর্ট কদম ফোয়ারার সামনে পুলিশ তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয়। বাধার মুখে সেখানেই সড়কে শুয়ে পড়েন শ্রমিকরা।
মিছিলের পূর্বে সংক্ষিপ্ত সমাবেশে আহত শ্রমিকদের সম্মানজনক ও বাস্তবসম্মত ক্ষতিপূরণ প্রদানসহ তিন দফা দাবি তুলে ধরেন তারা।
উল্লেখ্য, ২০১২ সালের ২৪ নভেম্বর সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের নিশ্চিন্তপুরে অবস্থিত তাজরীন ফ্যাশনে ভয়াবহ অগ্নিকাণ্ড সংগঠিত হয়। এতে দগ্ধ হয়ে ১১৩ শ্রমিকের প্রাণ যায়। বহু শ্রমিক সেই মর্মান্তিক দুর্ঘটনায় আহত ও পঙ্গু হন। তারা আজো বয়ে বেড়াচ্ছেন সেই নিদারুণ যন্ত্রণার ক্ষতচিহ্ন।