মিজানুর রহমান রুবেল।। দশক সেরা ক্রিকেটারের খসড়া তালিকা প্রস্তুত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। এই তালিকায় বাংলাদেশের কোনো ক্রিকেটারের নাম নেই। এখন এই তালিকা থেকে ভোটের মাধ্যমে সেরা খেলোয়াড় নির্বাচন করা হবে।
বুধবার (২৫ নভেম্বর), থেকে ভোটিং শুরু হয়েছে, যা আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত চলবে। সামাজিক যোগাযোগমাধ্যমে পছন্দের ক্রিকেটারকে ভোট দিতে পারবেন ভক্তরা।
আইসিসি’র দশক সেরা সাতজনের তালিকায় রয়েছেন- বিরাট কোহলি, রবিচন্দ্রন অশ্বিন, জো রুট, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, এবি ডি ভিলিয়ার্স ও কুমার সাঙ্গাকারা।
তালিকায় থাকা দশকের সেরা টেস্ট খেলোয়াড়রা হলেন- বিরাট কোহলি, জো রুট, জেমস অ্যান্ডারসন, কেন উইলিয়ামসন, স্টিভ স্মিথ, রঙ্গনা হেরাথ ও ইয়াসির শাহ।
ওয়ানডে ক্রিকেটে আছেন- বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মা, কুমার সাঙ্গাকারা, লাসিথ মালিঙ্গা, মিচেল স্টার্ক ও এবি ডি ভিলিয়ার্স।
টি-টোয়েন্টিতে রয়েছেন- বিরাট কোহলি, রোহিত শর্মা, ক্রিস গেইল, অ্যারন ফিঞ্চ, ইমরান তাহির ও রশিদ খান।
এই খসড়া তালিকায় আফগানিস্তানের রশিদ খানের মতো তারকা থাকলেও সাকিব আল হাসানের মতো অলরাউন্ডারের জায়গা হয়নি।
অনলাইন।