আশরাফুল ইসলাম।। জলবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে স্বায়ত্বশাসিত অঞ্চল তিব্বতে ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণ করবে চীন। ২০২১ সাল থেকে ব্রহ্মপুত্র নদের নিম্ন স্রোতের উৎপত্তি মুখে এই প্রকল্পের কাজ শুরু হতে পারে। তবে ইতোমধ্যে বাংলাদেশ ও ভারত সরকার কয়েক দফায় এই বাঁধ নিয়ে নিজেদের উদ্বেগের বিষয়টি চীনকে জানিয়েছে।
অতি সম্প্রতি চীনের পাওয়ার কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান ইয়ান ঝিয়ং এই তথ্যটি নিশ্চিত করেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
এ বিষয়ে ইয়ান ঝিয়ং জানান, পানিসম্পদ ও চীনের বিদ্যুৎ নিরাপত্তার জন্য এই প্রকল্প হাতে নেয়া হচ্ছে। দেশটির ১৪তম পঞ্চবার্ষিকী (২০২১-২৫) পরিকল্পনায় এই প্রকল্প প্রস্তাবনা আকারে রয়েছে।
প্রকল্পটিকে চীনের জলবিদ্যুৎ প্রকৌশলের ইতিহাসে একটি যুগান্তকারী প্রকল্প হিসেবেও উল্লেখ করেন ইয়ান ঝিয়ং।
এদিকে তিব্বতে ব্রহ্মপুত্র নদে চীনের বাঁধনির্মাণ প্রকল্পের বিষয়ে বাংলাদেশ ও ভারত উদ্বিগ্ন। তবে এ বিষয়ে চীনের পক্ষ থেকে বলা হয়- উদ্বেগের কারণ নেই, তারা বাংলাদেশ ও ভারতের স্বার্থ মাথায় রাখবে।
তবে এই বাঁধ নির্মিত হলে ব্রম্মপুত্রের বাংলাদেশ ও ভারতের অংশে বিপত্তি দেখা দিতে পারে বলে মনে করেন নদী গবেষকেরা।
অনলাইন।