আশরাফুল ইসলাম।। চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করে নতুন ইতিহাস গড়লো চীনা নভোযান চ্যাংই-৫। পৃথিবীর একমাত্র উপগ্রহ থেকে নমুনা পাথর সংগ্রহের জন্য নভোযানটি পাঠিয়েছে চীন। ১৯৬৯ সালে চাঁদে প্রথম সফল অভিযানের পরের ইতিহাসে এটিই প্রথম নমুনা সংগ্রহের অভিযান।
চন্দ্রপৃষ্ঠে অবতরণকারী নভোযান চ্যাংই-৫ সফলভাবে পৃথিবীতে ফিরতে পারলে মার্কিন যুক্তরাষ্ট্র ও সাবেক সোভিয়েত ইউনিয়নের পর তৃতীয় দেশ হিসেবে সফল চন্দ্রাভিযান চালানোর কৃতিত্ব অর্জন করবে কমিউনিস্ট চীন।
১১২ ঘণ্টার মহাকাশ সফর করে গত শনিবার (২৮ নভেম্বর), নভোযানটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে। এর তিন দিনের মাথায় গতকাল মঙ্গলবার (১ ডিসেম্বর), চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণে সক্ষম হয় চ্যাংই-৫।
চায়না ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের বরাত দিয়ে চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানায়, চন্দ্রযানটি চাঁদের বুক থেকে নুড়িপাথর ও মাটির নমুনা সংগ্রহ করবে। এসব নমুনা থেকে চাঁদের উৎপত্তি ও গঠন সম্পর্কে বিজ্ঞানীরা আরো বিশদভাবে জানতে পারবেন।
এই চন্দ্রাভিযান শেষে চলতি ডিসেম্বরেই দেশটির উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়ায় চ্যাংই-৫-এর অবতরণের কথা রয়েছে নভোযানটির।
অনলাইন।