শুহিনুর খাদেম।। ডিসেম্বরের শেষ দিকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শীতকালে এমন শৈত্যপ্রবাহ স্বাভাবিক। তবে এরই সাথে স্বাভাবিক বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাস সূত্রে আজ বুধবার (২ ডিসেম্বর) এসব তথ্য জানা যায়।
আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, এ মাসের শেষের দিকে দেশের উত্তর, উত্তর-পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে একটি থেকে দুইটি মৃদু (৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর জানায়, এই মাসেই বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি বাংলাদেশ উপকূলে না আসার সম্ভাবনাই বেশি বলে জানা যায়।
ওই পূর্বাভাসে আরো জানানো হয়, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে গড় তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারেও বলে জানা যায়।
অনলাইন।