হাবিবুর রহমান মাসুক।। দেশের পৌরসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে ৬১টি পৌরসভায় আগামী ১৬ জানুয়ারি ভোটগ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (২ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ হবে ২০ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন হবে ২৯ ডিসেম্বর। আর ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ।
সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। ৬১টি পৌরসভার মধ্যে ২৯টি পৌরসভায় ভোট গ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে। আর ব্যালটের মাধ্যমে ভোট হবে ৩২টি পৌরসভায়।
উল্লেখ্য, ইতোপূর্বে প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোটগ্রহণের দিন ধার্য করে তফসিল ঘোষণা করে ইসি।