মোহাম্মদ মাজহারুল ইসলাম।। মহান মুক্তিযুদ্ধে ৬ ডিসেম্বর চুনারুঘাট মুক্ত দিবস উপলক্ষে পদক্ষেপ গণপাঠাগারে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ রোববার (৬ ডিসেম্বর) হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা পরিষদ কমপ্লেক্সে পাঠাগার ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পদক্ষেপ গণপাঠাগারের সভাপতি ও সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোস্তফা মোরশেদ। পদক্ষেপ গণপাঠাগারের অর্থ সম্পাদক এসএম মিজানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক তালুকদার।
আরো বক্তব্য রাখেন পাঠাগারের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জুয়েল, আজিজুর রহমান কাজল, মাজহারুল ইসলাম, মুক্তিযোদ্ধা সন্তান ইমরুল তরফদার সুজন, রানা ও শওকত।
এছাড়াও উপস্থিত ছিলেন হুমায়ুন চৌধুরী, আনোয়ারুল হাসান বিপ্লব, নুরুল হক জার্ণাল, সিরাজুর রহমান তালুকদার সেলিম, জাহিদুল হক তালুকদার রিপন, কাউসার খসরু, আশরাফ রুবেল, আশিকুর রহমান শামী, রুবেল তালুকদার, নিপু, তোফাজ্জল প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক তালুকদার মুক্তিযুদ্ধের দিনগুলোর স্মৃতিচারণ করেন। বক্তারা মহান মুক্তিযুদ্ধে চুনারুঘাটের অতুলনীয় অবদান তুলে ধরেন।
বক্তারা বলেন, বাংলাদেশ যখন বিশ্বের মানচিত্রে অনন্য উচ্চতায় অবস্থান নিচ্ছে ঠিক তখন দেশবিরোধী শক্তি নানান ইস্যু নিয়ে বাংলাদেশের মর্যাদা ভূলুণ্ঠিত করার চেষ্টা করছে।
আলোচনা সভায় নবীন প্রজন্মকে দেশ ও স্বাধীনতা বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার আহ্বানও জানানো হয়।