শুহিনুর খাদেম।। করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ সোমবার (৭ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের শিক্ষামন্ত্রীর করোনায় আক্রান্ত হবার বিষয়টি নিশ্চিত করেছেন।
মোহাম্মদ আবুল খায়ের জানান, গতকাল রবিবার (৬ ডিসেম্বর), রাতে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তবে তাঁর শারীরিক কোনো জটিলতা নেই।
এর আগে শনিবার (৫ ডিসেম্বর) জ্বর অনুভব করেন শিক্ষামন্ত্রী। এরপর মন্ত্রীর বাসা থেকে পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়। গতকাল রাতে তাঁর করোনা পজিটিভ রিপোর্ট আসে।