আশরাফুল ইসলাম।। আনন্দে-সম্মানে-সাফল্যে- নির্ভরতায়- অবদানে এগিয়ে চলার ১২ বছর- এই কথাগুলোকে ধারণ করে পদক্ষেপ গণপাঠাগার আগামী ১০ ডিসেম্বর একযুগ পূর্তি উদযাপনের আয়োজন করতে যাচ্ছে।
“গ্রন্থাগার জনগণের জন্য বিশ্ববিদ্যালয়” এই শ্লোগানকে ধারণ করে ২০০৮ খ্রিস্টাব্দে ১০ ডিসেম্বর পদক্ষেপ গণপাঠাগার চুনারুঘাট পৌরসভায় কার্যক্রম শুরু করে। উপজেলা কমপ্লেক্সে উপজেলা পরিষদের পরিত্যক্ত টিনশেড ঘরে দীর্ঘ এক যুগের ভাঙ্গা-গড়া ও নানাবিধ প্রতিবন্ধকতা পেরিয়ে হাঁটি হাঁটি হাটি পা পা করে ১২ বছরে উপনীত হয়েছে।
একযুগ পূর্তি উপলক্ষে পদক্ষেপ গণপাঠাগার ২ দিনের কর্মসূচি হাতে নিয়েছে- ১০ ডিসেম্বর বেলা তিনটায় শহীদ মিনার থেকে সাইকেল শোভাযাত্রা। বিকেল চারটায় পাঠাগার ভবনে পাপেট শো ও ছয়টায় মতবিনিময়।
১১ ডিসেম্বর বেলা ৩.৩০ ঘটিকায় শহীদ মিনার থেকে চুনারঘাট হাসপাতাল পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রা। সন্ধ্যা ছয়টায় আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানমালায় পাঠাগারের সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য পদক্ষেপ গণপাঠাগারের সভাপতি ও সাধারণ সম্পাদক সবাইকে বিনম্র অনুরোধ করেছেন।