চুনারুঘাট।। যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করলো হবিগঞ্জ জেলার চুনারুঘাটের পদক্ষেপ গণপাঠাগার।
১৪ ডিসেম্বর (সোমবার) চুনারুঘাট উপজেলা পরিষদ কমপ্লেক্সের পাঠাগার ভবনে শহীদ বুদ্ধিজীবী পালন উপলক্ষ্যে ভার্চুয়াল আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়।
পদক্ষেপ গণপাঠাগারের সভাপতি মুস্তফা মুরশেদের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক এস এম মিজানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ মাজহারুল ইসলাম, পাঠাগারের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম জুয়েল, সহ-সভাপতি হুমায়ূন কবির চৌধুরী, প্রতিষ্ঠাতা সদস্য সিরাজুর রহমান তালুকদার সেলিম, মোহাম্মদ নুরুদ্দিন, কাউসার খসরু, দূর্বাঘাসের স্বাগতা পাল চৌধুরী, দ্বীপশিখার অরনিশা কাপালি।
বক্তারা বলেন, মহান বিজয়ের মাত্র দুই দিন আগে ১৪ ডিসেম্বর ঘটে এই মর্মান্তিক হত্যাযজ্ঞ। এই দিন বেছে বেছে হত্যা করা হয় এদেশের গুণী শিক্ষাবিদ, গবেষক, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, কবি ও সাহিত্যিকদের।
বক্তারা আরো বলেন, সেই দিন ঘাতকদের লক্ষ্য ছিল, বাংলাদেশ স্বাধীন হলেও যেন এদেশ কখনো মাথা উঁচু করে না দাঁড়াতে পারে।
বক্তারা, গভীর শোক ও শ্রদ্ধার সাথে জাতির জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেন এবং শহীদ পরিবারের সাথে সহমর্মিতা প্রকাশ করেন। পাশাপাশি তাঁদের স্বপ্ন পূরণে কাজ করে যাওয়ার জন্য নতুন প্রজন্মকে আহবান জানান।