রিমন মুক্তাদির।। চাঁদ থেকে নমুনা পাথর আর মাটি সংগ্রহ করে পৃথিবীতে ফিরে এসেছে চ্যাংই-৫ নামের চীনা নভোযান। স্থানীয় সময় গতকাল বুধবার (১৬ ডিসেম্বর), রাতে চীনের উত্তরাঞ্চলীয় ইনার মঙ্গোলিয়া প্রদেশে অবতরণ করে নভোযানটি। অভিযানে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের পৃষ্ঠ থেকে দুই কেজি পাথর আর নমুনা সংগ্রহ করা হয়েছে।
১৯৬৯ সালে চাঁদে মার্কিনিদের পরিচালিত অ্যাপোলো-১১-র অভিযান ও ১৯৭৬ সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের লুনা-২৪ মিশনের পর এটিই প্রথম নমুনা সংগ্রহের অভিযান।
এই অভিযানে এর আগে যুক্তরাষ্ট্রের ৫০ বছরেরও বেশি সময় পর চীনের পতাকা চন্দ্রপৃষ্ঠে স্থাপন করে চ্যাংই-৫।
প্রসঙ্গত, ১১২ ঘণ্টার মহাকাশ সফর শেষে গত ২৮ নভেম্বর নভোযানটি চাঁদের কক্ষপথে প্রবেশ করে। এর তিন দিনের মাথায় গত ১ ডিসেম্বর, মঙ্গলবার চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণে সক্ষম হয় চ্যাংই-৫ নামের চীনা নভোযানটি।
অনলাইন।