চুনারুঘাট।। হবিগঞ্জের চুনারুঘাটে জাতীয় পার্টির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম তালুকদারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টি চুনারুঘাট উপজেলার সভাপতি সালাম তালুকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মহিদ আহমদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অবঃ সুবেদার আঃ জব্বার, আবুল হোসেন মহালদার, হাসিম মেম্বার, আঃ মালেক, আব্দুর মোছাব্বির মেম্বার, হাজী আঃ হান্নান, আঃ রহমান, আঃ মতিন, আঃ রশিদ, আসিফ ইকবাল দুলাল, নজরুল ইসলাম সেলিম, সৈয়দ মামুন প্রমুখ।
সভায় জাতীয় পার্টির চুনারুঘাট উপজেলার অন্তর্গত সকল ইউনিয়ন কমিটি গঠনকল্পে আলোচনা হয়।
এছাড়াও, সভায় সুবেদার অবঃ আঃ জব্বার কে আহ্বায়ক ও আসিফ ইকবাল দুলাল কে সদস্য সচিব করে সাত সদস্য বিশিষ্ট চুনারুঘাট পৌর কমিটির অনুমোদন করা হয়।
পরিশেষে জাতীয় পার্টি চুনারুঘাট উপজেলা সভাপতি আলহাজ্ব আব্দুস সালাম তালুকদার ব্যকসের সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ।