রিমন মুক্তাদির।। তুরস্কের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর), সানকো বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনা ইউনিটে আগুন লেগে এই হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় গাজিয়ান্তেপ প্রদেশে এই হাসপাতালটি অবস্থিত।
এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। খবর তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
ওই বিবৃতিতে বলা হয়, করোনা রোগীদের চিকিৎসায় ব্যবহৃত একটি অক্সিজেন থেরাপি মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনার পর সেখানে চিকিৎসাধীন থাকা বাকি ১৪ জন করোনা রোগীকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। এ ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে তুর্কি কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, তুরস্কে এখন পর্যন্ত ১৯ লাখ ৮২ হাজার ৯০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৭ হাজার ৬১০ জনের মৃত্যু হয়েছে।