1. admin@chunarughat24.com : admin :
নারী পুরুষের সমান অধিকার যেসব দেশে স্বীকৃত
বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম :

নারী পুরুষের সমান অধিকার যেসব দেশে স্বীকৃত

চুনারুঘাট
  • সময় : মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০
  • ২৪২ বার পঠিত
নারী পুরুষের সমান অধিকার যেসব দেশে স্বীকৃত

চুনারুঘাট।। বিশ্বে পুরুষদের তিন ভাগের এক ভাগ অধিকার ভোগ করে নারীরা। অধিকার ভোগের ক্ষেত্রে কোন দেশের কি অবস্থান?

এর জবাবে বিশ্বব্যাংক বলছে মাত্র ছয়টি দেশে নারী ও পুরুষের অধিকার সমান-বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে। ‘নারী, ব্যবসা ও আইন’ শীর্ষক রিপোর্টে তারা বলছে এ সমতা বিরাজ করছে ১৮৭ টি দেশের মধ্যে মাত্র ছয়টিতে। ওয়াশিংটন ভিত্তিক আরেকটি সংস্থা গত দশ বছরের তথ্য বিশ্লেষণ করে এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে।

এক্ষেত্রে তারা বিবেচনায় নিয়েছে প্রধানত: অর্থনৈতিক ও আইনি বৈষম্য। তবে এর সাথে আরো ছিলো চলাফেরার স্বাধীনতা, মাতৃত্ব, পারিবারিক সহিংসতা ও সম্পত্তি ব্যবস্থাপনার অধিকারের মতো বিষয়গুলো।

আর এসব বিষয় বিবেচনায় ইউরোপের দেশ বেলজিয়াম, ডেনমার্ক, ফ্রান্স, লাটভিয়া, লুক্সেমবার্গ ও সুইডেনকে বিশ্বব্যাংক বলছে সবগুলো বিষয়ে সমান সমতার দেশ। যেসব দেশে নারী পুরুষের সমান অর্থনৈতিক অধিকার আছে।

বিশ্বব্যাপী নারীরা গড়ে পুরুষের ৭৫ ভাগ সমান অধিকার ভোগ করে।

আঞ্চলিক পার্থক্যঃ

বিশ্বের বিভিন্ন অঞ্চলের মধ্যে নারী-পুরুষ সমতার বিষয়ে ব্যাপক পার্থক্য লক্ষ্য করা যায়।

যেমন ইউরোপে নারীর অধিকার ভোগের মাত্রা যেখানে ৮৪.৭% সেখানে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় সেটি কমে ৪৭.৩%। সৌদি আরবের আইনে নারীদের অধিকার ক্ষুণ্ণ রয়েছে ব্যাপকভাবে আর সে কারণেই দেশটি এ তালিকায় সবার শেষে।

বিশ্বব্যাংকের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, “কর্মক্ষেত্রে প্রবেশ কিংবা ব্যবসা শুরুর ক্ষেত্রে অনেক আইনই আছে যা নারী বিরোধী”।

যদিও কোনো কোনো দেশ যে ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে সেটিও এ রিপোর্টে উঠে এসেছে।

বিশ্বব্যাংক বলছে গত দশকে ১৩১ টি দেশে ২৭৪ ধরণের সংস্কার এসেছে আইন বা বিধিমালায় আর সেটি লিঙ্গ সমতা বাড়িয়েছে।

সুত্র। বিবিসি

Facebook Comments
এ জাতীয় আরো খবর

ফেসবুকে আমরা

স্বত্ব সংরক্ষিত © 2020-2021 চুনারুঘাট
কারিগরি Chunarughat
Don`t copy text!