চুনারুঘাট।। খোয়াই প্রবাসী সংগঠন চুনারুঘাট এর উদ্যোগে তীব্র শীতের এই কঠিন সময়ে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১ টায় চুনারুঘাট দক্ষিণ বাজার বাসস্ট্যান্ডে সংগঠনটির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
চুনারুঘাটের বিশিষ্ট ব্যবসায়ী মীর সাহেব আলীর সভাপতিত্বে শুরু হয় এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার।
নাসির হুসাইন তানভীরের উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিমউদ্দিন শামসু, পৌরসভার সাবেক কমিশনার আব্দুল জলিল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল আলম রুবেল, চুনারুঘাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি(ব্যকস) এর সাধারণ সম্পাদক এডভোকেট নাজমুল ইসলাম বকুল, মাওলানা ইমদাদুল হক চৌধুরী, মোঃ সিরাজুল ইসলাম, আরবী প্রভাষক হাফেজ মাওলানা কামরুল ইসলাম, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের কর্মকর্তা জনাব আব্দুর রব, সাবেক মেম্বার সিরাজুল ইসলাম, চৌধুরী মোহাম্মদ আলী জিন্নাহ, খোয়াই প্রবাসী সংগঠন এর আহ্বায়ক জনাব আব্দুল হাই আল মামুনসহ চুনারুঘাটের গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
সভা শেষে খোয়াই প্রবাসী সংগঠনের অর্থায়নে তিনশত দরিদ্রের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।