হাবিবুর রহমান মাসুক।। যষ্ঠ শ্রেণির ভর্তির ক্ষেত্রে সরকারের বেঁধে দেয়া ১১ বছরের প্রজ্ঞাপন স্থগিত করেছে হাইকোর্ট। পাশাপাশি ভর্তির আবেদনের সময় ৭ কর্মদিবস বৃদ্ধির সুযোগসহ সার্ভারটি আপডেট করতেও আদেশ দিয়েছেন আদালত। সরকারের জারি করা এ প্রজ্ঞাপন কেন বে-আইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি করে বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি মো: খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আবেদনকারী মিজানুর রহমানের আইনজীবী আইনুননাহার সিদ্দিকা গণমাধ্যমের কাছে আদালতের আদেশের বিষয়টি তোলে ধরেন।
বিষয়টি নিয়ে আইনুননাহার সিদ্দিকা বলেন, ২০১৭ সালে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ১১ বছরের বিষয়ে সরকার একটি প্রজ্ঞাপন জারি করেন। সেই প্রজ্ঞাপনটি চ্যালেঞ্জ করে আমরা রিট আবেদন করি। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।
এই রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে বিবাদী করা হয়েছে।
অনলাইন।