আশরাফুল ইসলাম।। উপমহাদেশের সর্ববৃহৎ সংগঠন এবং বাংলাদেশের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে নেতৃত্ব দানকারী ঐতিহ্যবাহী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। বাঙলা ভাষা, বাংলা, বাঙালির স্বাধিকার অর্জনের লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশনায় ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠিত হয়।
সারাদেশের ন্যায় হবিগঞ্জের চুনারুঘাটেও সংগঠনটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বাংলাদেশ ছাত্রলীগ।
এ উপলক্ষ্যে চুনারুঘাট পৌরশহরের মধ্য বাজারস্থ লস্কর ম্যানশনে সোমবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ছাত্রলীগের উদ্যোগে কেক কেটে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন – উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান রিপন, হবিগঞ্জ জেলা যুবলীগের নির্বাহী সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা মোহাম্মদ বজলুর রশীদ দুলাল, পৌর যুবলীগের আহবায়ক নাজমুল হক বকুল, চুনারুঘাট প্রেসক্লাব সেক্রেটারি ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ জামাল হোসেন লিটন, সাবেক ছাত্রলীগ নেতা রুমন ফরাজী, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-আহবায়ক সাইদুল আলমগীর, উপজেলা ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার, শফিকুজ্জামান রকিব, সাইফুল ইসলাম শিমু।
ছবিঃ কেক কাটছেন প্রধান অতিথি।
এছাড়াও উপস্থিত ছিলেন চুনারুঘাট সরকারী কলেজ ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর তরফদার, শাকিব, মারজান চৌধুরী, পৌর ছাত্রলীগ নেতা শেখ কামাল, সাগর, আরিফ, রাকিব, দুর্জয় প্রমুখ।
প্রসঙ্গত, বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক ছাত্র সংগঠন। এটি ভারত বিভক্তিক্রমে পূর্ব বাংলার উদ্ভবের কিছু পর গঠিত হয়। এটি বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন হিসেবে স্বীকৃত।
১৯৪৮ সালের ৪ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলের অ্যাসেম্বলি হলে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রতিষ্ঠাকালীন সময়ে এর নাম ছিল পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ।
প্রতিষ্ঠার পর থেকে বাংলাদেশ ছাত্রলীগ বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। তার মধ্যে রাষ্ট্রভাষা আন্দোলন, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, গণঅভ্যুত্থান, স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলন উল্লেখযোগ্য।