হাবিবুর রহমান মাসুক।। মাধবপুর পৌরসভার নির্বাচনে আচরন বিধি লংঘন করে রাস্তার পাশে দেয়ালে পোষ্টার লাগানোর অভিযোগে স্বতন্ত্র মেয়র প্রার্থী এস.এম. মুসলিমকে ১৫ হাজার টাকা এবং এক দোকানদারকে ৫’শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
গতকাল মঙ্গলবার বিকালে হবিগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব দাস পুরকায়স্থ এ জরিমানা করেন।
এছাড়া মাধবপুর বাজারে ফুটপাত দখল করে ব্যবসায়ীরা জিনিসপত্র রাখায় সবাইকে প্রথম বারের মতো সর্তক করে তা দ্রুত অপসারণ করার নিদের্শ প্রদান করেন।
কেউ যাতে নির্বাচনী আচরন বিধি লঙ্ঘন না করেন সে জন্য প্রতিনিয়ত ভ্রাম্যমান আদালত পরিচালিত হবে বলে তিনি জানান।
উল্লেখ্য, জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদ মোহাম্মদ ইব্রাহিম জানান, মঙ্গলবার মাধবপুর পৌর নির্বাচন উপলক্ষ্যে আচরণবিধি মানা হচ্ছে কি না তা তদারকি করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে প্রশাসন।