মোঃ খাজা নিজাম উদ্দিন।। ইরানের সমরবিদ জেনারেল কাসেম সোলাইমানি হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ ৪৮ জন মার্কিন কর্মকর্তার নামে গ্রেপ্তারি পরোয়ানার জারী করার জন্য ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে ইরান।
এক চিঠির মাধ্যমে আন্তর্জাতিক পুলিশ সংস্থাকে এই অনুরোধ জানায় দেশটি।
গতকাল ৫ জানুয়ারি (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে ইরানি বিচার বিভাগের মুখপাত্র গোলাম হোসেন ইসমাইলি বিষয়টি জানিয়েছেন।
গোলাম হোসেন ইসমাইলি বলেন, ‘ওয়াশিংটনের ৪৮ শীর্ষ সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলকে আহ্বান জানিয়েছে তেহরান।’
তিনি আরো বলেন, ‘এই অপরাধের আদেশদাতা এবং বাস্তবায়নকারীদের সাজা দিতে বদ্ধপরিকর ইসলামিক প্রজাতন্ত্রী ইরান।’
গত বছরের ৩ জানুয়ারি বাগদাদে মার্কিন বাহিনীর ড্রোন হামলায় নিহত হন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলেইমানি। তার হত্যার প্রথম বার্ষিকীতে এ অনুরোধ জানায় ইরান। এই হত্যার ঘটনায় দেশটি দ্বিতীয়বারের মতো ইন্টারপোলের দ্বারস্থ হলো।
সোলাইমানি হত্যা ঘটনায় ট্রাম্পকেই মূল অপরাধী হিসেবে আখ্যা দিয়েছে তেহরান। ট্রাম্প নিজেই এ হত্যাকাণ্ডের নির্দেশনা দিয়েছিলেন বলে দাবী করছে ইরান।
সোলেইমানিকে হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের আইনের পরিপন্থী হিসেবে এর আগেই অভিহিত করেছিলেন বিচারবহির্ভূত হত্যকাণ্ড বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত অ্যাগনেস ক্যালামার্ড।
তবে রাজনৈতিক বা সামরিক উদ্দেশে এ ধরনের অনুরোধ পেলে তা বিবেচনায় নেয়া হয় না বলে জানিয়েছে ফ্রান্সভিত্তিক পুলিশ সংস্থাটি। ইন্টারপোল বলছে, তাদের নিয়মে রাজনৈতিক, সামরিক, ধর্মীয় বা বর্ণ বিষয়ক কোনো ঘটনায় হস্তক্ষেপ নিষিদ্ধ।
অনলাইন।