মিজানুর রহমান রুবেল।। স্প্যানিশ লা লিগায় গ্রানাডার বিরুদ্ধে ৪-০ গোলের বড় জয় পেয়েছে বার্সেলোনা। এটি বার্সার ১৮তম ম্যাচ ছিলো। এই জয়ে জোড়া গোল করেছেন দলটির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ড আতোয়াঁ গ্রিজম্যান।
গতকাল শনিবার (৯ জানুয়ারি) গ্রানাডার মাঠে ম্যাচের ১২তম মিনিটে গোল করে বার্সাকে এগিয়ে দেন গ্রিজম্যান। ৩৫তম মিনিটে তারই পাস থেকে শটে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।
৪২তম মিনিটে এক ফ্রি কিক থেকে আবারো ব্যবধান বাড়িয়ে দেন মেসি। ম্যাচের ৬৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন গ্রিজম্যান।
এর দুই মিনিট পরই নিজেদের সেরা তারকা মেসিকে মাঠ থেকে তুলে নেন কোচ রোনাল্ড কোম্যান। ৭৮ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন গ্রানাডার জেসাস ভালেজো। তারপর দশজনের দলে পরিণত হওয়া দলটির বিপক্ষে বাকি সময়ে আর গোলের দেখা পায়নি বার্সেলোনা।
এই জয়ের মধ্য দিয়ে ১৮ ম্যাচ থেকে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বার্সেলোনা। সমানসংখ্যক ম্যাচ থেকে ৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।
আর ১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট তুলে তালিকার শীর্ষে রয়েছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ১৭ ম্যাচ থেকে ২৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে রয়েছে গ্রানাডা।
অনলাইন।