মাকসুদুর রহমান জনি।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র কো-চেয়ারম্যান তারেক রহমানের উপর মিথ্যা মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকাল ৪ টায় চুনারুঘাট পৌর শহরে তারেক রহমানের উপর মিথ্যা মামলায় গ্রেপ্তারী পরোয়ানা জারির প্রতিবাদে ওই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালিত হয়।
বিক্ষোভ মিছিলে ছাত্রদল চুনারুঘাট উপজেলা, পৌরসভা ও চুনারুঘাট সরকারী কলেজ শাখার যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দক্ষিণ বাজার বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়।
চুনারুঘাট উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফের নেতৃত্বে উক্ত কর্মসূচিতে চুনারুঘাট সরকারী কলেজ, পৌর শাখাসহ সর্বস্তরের নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সভায় অবিলম্বে তারেক রহমানের উপর থেকে সকল মিথ্যা মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবী জানানো হয়।