1. admin@chunarughat24.com : admin :
বৃহস্পতিবার, ২১ জানুয়ারী ২০২১, ১২:২৭ পূর্বাহ্ন

ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত জাপানে ১১ জন নিহত

শুহিনুর খাদেম
  • সময় : মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
  • ৪৩ বার পঠিত
ভয়াবহ তুষারপাতে বিপর্যস্ত জাপানে ১১ জন নিহত
ছবিঃ সংগ্রহ।

শুহিনুর খাদেম।। স্মরণকালের ইতিহাসে ভয়াবহ তুষারপাতের কবলে পড়েছে এশিয়ার দেশ জাপান। গতকাল সোমবার (১১ জানুয়ারি) পর্যন্ত তুষারপাতের ফলে অন্তত ১১ জন এতে নিহত হয়েছেন। এছাড়া প্রায় তিনশ মানুষ আহত হয়েছেন বলে জানা যায়।

তুষারপাতে নিহতদের অধিকাংশই নিগাতা, তোয়ামা, ইশিকাওয়া, ফুকুই ও গিফু প্রিফেকচারে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারিয়েছেন। তুষার ঝড়ের কবলে পুরো জাপানের জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে।

সংবাদমাধ্যম জাপান টাইমস ও গার্ডিয়ান জানিয়েছে, এবার দেশটিতে যে পরিমাণ তুষারপাতের পূর্বাভাস দেয়া হয়েছিলো, তার দ্বিগুণ তুষারপাত হয়েছে। দেশটির মানুষ খুব কমই এমন ভয়াবহ তুষারপাতের মুখোমুখি হয়েছেন।

তীব্র তুষারঝড়ের কারণে দেশটির বেশ কিছু এলাকায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। দেশটির উত্তরাঞ্চলের কিছু এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। ওইসব এলাকার সাথে দেশের অন্যান্য এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

বহু এলাকার বাসা-বাড়িতে লোকজন আটকা পড়েছেন। সরকারি উদ্ধারকর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকদেরও উদ্ধার কাজে  অংশ নিতে দেখা যাচ্ছে। ইতোমধ্যে মারা যাওয়ার ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজন উদ্ধারকর্মীও রয়েছেন বলে জানা যায়।

দেশের উপকূলীয় কিছু এলাকায় স্বাভাবিকের চেয়ে তিনগুণ বেশি তুষারপাত হয়েছে। আবহাওয়া কর্মকর্তারা জানিয়েছেন, গতকাল দিনভর জাপান সাগরের উপকূলীয় অঞ্চল বরাবর ভারী তুষারপাত হয়েছে।

বিবিসি এক ভিডিও প্রতিবেদনে জানায়, বছরের এ সময়ের গড় হিসাবে হোকুরিকু অঞ্চল ও নিগাতা প্রিফেকচারে যে পরিমাণ তুষারপাত হবে বলে ধারণা করা হয়েছিলো, তার দ্বিগুণ তুষারপাত হচ্ছে।

শীতকালীন শক্তিশালী নিম্নচাপ ও অত্যন্ত শীতল বায়ুর একটি ধারার সম্মিলনে ওইসব অঞ্চল ব্যাপক তুষারপাতের কবলে পড়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের বাড়ির বাইরে বের হতে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

Facebook Comments
এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

স্বত্ব সংরক্ষিত © 2020 চুনারুঘাট
কারিগরি Chunarughat
Don`t copy text!