আশরাফুল ইসলাম।। লিবিয়ার উপকূলে নৌকা ডুবে অন্তত ৪৩ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু হয়েছে। বুধবার (২০ জানুয়ারি) জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা এ তথ্য জানিয়েছে।
অভিবাসন বিষয়ক সংস্থাটি জানায়, গত মঙ্গলবার ভুমধ্যসাগরে ইউরোপ অভিমুখী অভিবাসন প্রত্যাশীদের নৌকাটি ডুবে যায়। লিবিয়ার পশ্চিমের উপকূল রক্ষীরা ১০ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। মৃতদের সকলেই পুরুষ এবং এঁরা পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে এসেছে।
মঙ্গলবার ভোরে জুওয়াইয়া শহর থেকে নৌকাটি রওনা দেয় বলে জানা যায়।
উল্লেখ্য, লিবিয়া ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের নিকট গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। প্রায়ই ভুমধ্যসাগরে নৌকা ডুবে অভিবাসন প্রত্যাশীদের এমন মৃত্যুর ঘটনা ঘটে।
এ বছর নৌকা ডুবে অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর ঘটনা এবারই প্রথম।