হাবিবুর রহমান মাসুক।। গত বছর মার্চের মাঝামাঝি থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে আছে। বন্ধ থাকা সব শিক্ষা প্রতিষ্ঠান খোলে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) ভাওয়াল মির্জাপুর স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম সরকারের পক্ষে আইনজীবী ফারুক আলমগির চৌধুরী হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেন।
এ বিষয়ে আইনজীবী ফারুক আলমগির চৌধুরী জানান, রিটে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের বিবাদি করা হয়েছে।
প্রসঙ্গত, করোনা মহামারীর কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। সরকার এ পর্যন্ত বারো বার বন্ধের এ মেয়াদ বাড়িয়েছে। কয়েক দফায় ছুটি বাড়িয়ে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে।